গণপূর্ত অধিদপ্তর নিম্নে বর্ণিত সেবা প্রদান করে থাকেঃ
সেবার তালিকা
(ক) |
সরকারের বিভিন্ন মন্ত্রণায়ের অধীনস্থ ভবন নির্মাণ কাজ। |
(খ) |
জাতীয় সংসদ ভবন , বঙ্গ ভবন , প্রধান মন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট , বাংলাদেশ সচিবালয়সহ জেলা কারাগার, মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহ, অগ্নিনির্বাপন কেন্দ্রসহ দেশব্যাপী গুরুত্বপূর্ণ অধিকাংশ সরকারি অফিস ও প্রতিষ্ঠান সমূহের মেরামত ও রক্ষণাবেক্ষ কাজ। |
(গ) |
দেশব্যাপী গুরুত্বপূর্ণ অধিকাংশ সরকারি আবাসিক ভবন সমূহ মেরামত ও রক্ষণাবেক্ষন কাজ |
(ঘ) |
জাজীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন স্মৃতিসৌধ নির্মাণ ও রক্ষণাক্ষেন কাজ। |
(ঙ) |
সরকারি পার্ক ও উদ্যান সমূহ রক্ষণাবেক্ষণ কাজ |
(চ) |
ধানমন্ডি আবাসিক এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, পরিত্যাক্ত সম্পত্তি, খিলগাঁও পূর্ণবাসন এলাকাসহ দেশব্যাপী গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন সমরকারি জমি সম্পর্কিত প্রতিবেদন ইত্যাদি। |
গণপূর্ত অধিদপ্তরের সেবা কার্যক্রমের লক্ষ্য কর্মসূচীঃ
সেবার প্রকৃতি |
সেবা প্রদানের সময় সীমা |
মন্তব্য |
(১) |
(২) |
(৩) |
(ক) দরজা , জানালার কাঁচ পরিবর্তনসহ সঠিক ভাবে খোলাও বন্ধের ব্যবস্থা করণ |
১-২ দিন |
অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করে থাকে |
(খ) দরজা , জানালার বড় ধরনের মেরামম অথবা পরিবর্তন করণ |
১-৭ দিন |
কাজের প্রকৃতি এবং প্রয়োজনীয় হিসেবে গুরুত্ব দেওয়া |
(গ) পানি কল, পুশ, সাওয়ার, কমোড/ প্যান এর ফ্লাশ পদ্বতি সচল করা সহ টয়লেট পানি রোধন করা |
১-২ দিন |
১০৩ মাসের মজুদ মালামাল থেকে পানি সরবরাহ পয়ঃ ব্যবস্থা পানি নিরোধক জরুরী কাজ সম্পন্ন করা হয়। |
(ঘ) ছাদের যথাযথ পানি নিস্কাশন ও পানির ট্যাংক এর ছিদ্র বন্ধসহ পানির অপচয় রোধ করণ |
১-৩ দিন |
১০৩ মাসের মজুদ মালামাল থেকে পানি সরবরাহ পয়ঃ ব্যবস্থা পানি নিরোধক জরুরী কাজ সম্পন্ন করা হয়। |
(ঙ) স্যানিটারী ও প্লাম্বিং ব্যবস্থা চালু রাখা যথাঃ পানি কমোড, বেসিন, পানির পাইপ নিষ্কাশন পাইপ, পানির মটর মেরামত/ পরিবর্তন ইত্যাদি |
১-৩ দিন |
স্টকে বেসিন , পানি ও মটর ইত্যাদি মজুদ রেখে স্বল্পতম সময়ে প্রতিস্থাপন করা হয়। |
(চ) বৈদ্যুতিক সু্ইচ, সার্কিট ব্রেকার চালু রাখা |
১-৩ দিন |
মজুদ থেকে বৈদ্যুতিক জরুরী মেরামত কাজ সম্পন্ন করা হয়। |
(ছ) বৈদ্যুতিক ফ্যান মেরামত/ পরিবর্তন |
১-৭ দিন |
বড় ধরনের মেরামত প্রয়োজন হলে স্টকে থাকলে অন্য ফ্যান দ্বারা প্রতিস্থাপনের চেষ্টা করা। |
(জ) স্বাভাসিক পূর্ত ও বৈদ্যুতিক কাজে রংসহ সার্বিক মেরামত(General type Maintenance ) |
|
প্রতি বছর অন্তর সম্পাদন করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS